চট্টগ্রাম নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ ঢাকাইয়া আকবর। পুলিশের ধারণা, টার্গেট কিলিং করতেই পতেঙ্গায় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। সৈকতের জনসমাগমের ভেতর সরাসরি লক্ষ্য করে গুলি চালানো হয় শীর্ষ সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবরের ওপর।
প্রাথমিক তদন্তে এটিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো টার্গেট কিলিংয়ের ঘটনা হিসেবে চিহ্নিত করেছে। পুরোনো অপরাধী গ্রুপগুলোর অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
রাত সাড়ে ৮টার দিকে সৈকতের পশ্চিম পাশে আকবর ও তার সহযোগীরা একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী আকবরকে একাধিকবার গুলি করেন। আকবর দৌড়ে পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হন এবং রক্তাক্ত অবস্থায় পড়ে যান।
পুলিশ সূত্র বলছে, শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সঙ্গে ঢাকাইয়া আকবরের দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। এর আগেও সাজ্জাদ বাহিনীর সঙ্গে ঢাকাইয়া আকবরের সংঘর্ষের ঘটনা ঘটে। চট্টগ্রামের দুর্ধর্ষ সন্ত্রাসী ছোটো সাজ্জাদ বর্তমানে কারাবন্দি।
১৫ মার্চ ঢাকার একটি শপিংমল থেকে কয়েকজন লোক সাজ্জাদকে ধরে পুলিশে দেন। এই ঘটনায় ঢাকাইয়া আকবরের হাত রয়েছে বলে ধারণা করছে সাজ্জাদ বাহিনী। তারই প্রতিশোধের অংশ হিসেবে এই সশস্ত্র হামলা হতে পারে বলে মনে করছে পুলিশ।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, এই হামলা পরিকল্পিত। আকবরের শরীরে একাধিক গুলি লেগেছে। হামলাকারীদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। হামলার ধরন দেখে আমরা ধারণা করছি, এটি সন্ত্রাসীচক্রেরই কাজ।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, পতেঙ্গা সৈকতে একজনকে গুলি করা হয়েছে। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় কারা জড়িত, পুলিশ তা তদন্ত করছে।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025