সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর তীরে নির্মাণাধীন সেতুর পাশে সিমেন্টবোঝাই একটি ট্রলি উল্টে গিয়ে চাপা পড়ে মিজানুর রহমান (২৫) নামের এক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের গরকাঠি গ্রামের ইসকন মন্দির সংলগ্ন শাহ আরেফিন-অদ্বৈত্য মৈত্রী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হা-মিম ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ব্রিজ নির্মাণের কাজে ব্যবহার করার জন্য যাদুকাটা নদীর তীর থেকে সিমেন্টবোঝাই ট্রলি সেতু এলাকার দিকে উঠাচ্ছিল। এ সময় ট্রলিটি ভারসাম্য হারিয়ে সামনের অংশ উল্টে যায় এবং পেছনের অংশের সঙ্গে চাপা পড়ে চালক মিজানুর ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর থানা পুলিশের ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025