সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশে রওনা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। গত কয়েক দিন ধরেই কানের লাল গালিচায় কোন কোন তারকাদের দেখা যাবে, তা নিয়ে চলছিল তুমুল আলোচনা।
শর্মিলা ঠাকুর থেকে ঐশ্বরিয়া রাই বচ্চন ইতোমধ্যেই নজর কেড়েছেন, তবে আলিয়ার উপস্থিতি নিয়ে ছিল অনিশ্চয়তা। ফ্রান্সের উদ্দেশে রওনা দেওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আলিয়াকে দেখা গেল তার নিজস্ব স্টাইলে।
ব্লেজার, ট্রাউজার এবং চোখে রোদচশমা—এই পোশাকেই তিনি ক্যামেরাবন্দী হয়েছেন। এই ছবি প্রকাশ্যে আসতেই আলিয়া ভক্তদের মুখে চওড়া হাসি।
যত দিন যাচ্ছে, নায়িকার স্টাইল স্টেটমেন্টও যেন সকলের নজর কাড়ছে। তাই এ বছর কানের লাল গালিচায়ও যে নতুন কিছু চমক অপেক্ষা করছে, সেটাই আশা করছেন আলিয়ার অনুরাগীরা।
বাংলা৭১নিউজ/একেএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025