পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও, এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে, ফলে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে, তা প্রকাশ করেননি তিনি।
সিএনএনের একটি প্রতিবেদনেরও বরাত দিয়ে তারা বলেছে, ইসরায়েল এরইমধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে।
সূত্র জানিয়েছে, অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে—ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এই অভিযান হবে না কোনো একক হামলা; বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন।
এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন। কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারেন।
উল্লেখ্য, পঞ্চম দফা ইরান-মার্কিন পরমাণু আলোচনা আগামীকাল শুক্রবার রোমে হওয়ার কথা রয়েছে। এর আগের দফায় হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ইরান প্রতিনিধিকে একটি লিখিত প্রস্তাব দেন। এটি সামান্য আশা তৈরি করলেও বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার দাবিতে আলোচনা স্থবির হয়ে আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025