রাজধানীর নিউমার্কেট থানার ঢাকা কলেজ গেট এলাকায় এক মো. কবির হোসেন (৪৩) নামে এক অটোরিকশা চালককে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার কাছ থেকে নগদ এক হাজার টাকা ও তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২১ মে ) দিবাগত রাত ২ টার দিকে নিউমার্কেটের কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বৃহস্পতিবার সকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত কবির হোসেন কুমিল্লা জেলার হোমনা উপজেলার আলিপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি বর্তমানে খিলগাঁও এলাকায় পরিবার নিয়ে থাকেন।
ভুক্তভোগী অটো চালকের স্ত্রী মিনু বেগম জানান, আমার স্বামী গত রাতের দিকে ফকিরাপুল থেকে যাত্রী নিয়ে রওনা দেন। পথে একজন যাত্রী কলাবাগান এলাকায় নামেন। অপর যাত্রী কলেজগেট এলাকায় গাড়ি থামাতে বলেন।
সেখানে পৌঁছা মাত্র কয়েকজন ছিনতাইকারী আমার স্বামীকে একটি পিকআপ ভ্যানে তুলে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রাখে। এ সময় ছিনতাইকারীরা আমার স্বামীর সঙ্গে থাকা নগদ ১০০০ টাকা, একটি মোবাইল ফোন ও ব্যাটারি চালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,সকালের দিকে গুরুতর আহত অবস্থায় ওই অটি রিকশা চালককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025