ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের সাথে সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও রেমিট্যান্স গ্রাহকদের দুই দিনব্যাপী রেমিট্যান্স বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম আবদুল হাকিম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইফতেখার আউয়াল ভুঁইয়া, যুগ্ম পরিচালক মোহাম্মদ এহসানুজ্জামান ও মো. জামিল তাবরিজ এবং উপ-পরিচালক সৌভিক সরকার।
ইসলামী ব্যাংকের সিলেট জোনপ্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশনপ্রধান মো. মোতাহার হোসেন মোল্লা।
সভায় বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিলেট অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিগণসহ রেমিট্যান্স গ্রাহকরা অংশ নেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025