রাজধানীর সাত কলেজ পরিচালনায় ঢাকা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসকে কলেজটির অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। তাকে সাত কলেজ পরিচালনায় প্রশাসক করার জন্যই অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রবিবার এই চুক্তিতে দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক এ কে এম ইলিয়াসকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধা স্থগিত এবং অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে ঢাকা কলেজের অধ্যক্ষ পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
এদিকে, প্রজ্ঞাপন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা বলছেন, আমরা প্রজ্ঞাপন হাতে পেয়েছি। আমরা সন্তুষ্ট।
ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষার্থীদের আল্টিমেটামের মধ্যে সাত কলেজকে বিশ্ববিদ্যালয় মঞ্জুির কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এই সমন্বিত কাঠামোর সদর দপ্তর হবে ঢাকা কলেজ। আর তার জন্য পরিচালক বসানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিয়োগের বিষয়টি জনপ্রশাসন দেখে। তাকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। এখন বাকি কাজ শিক্ষা মন্ত্রণালয় করবে।
ঢাকার এই সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী ও এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।
রাজধানীর সরকারি সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপনের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবারের (১৮ মে) মধ্যে দাবি না মানলে সোমবার (১৯ মে) থেকে কঠোর কর্মসূচিসহ মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) বিকালে ইডেন মহিলা কলেজে গেটের সামনে সংবাদ সম্মেলনে এই আল্টিমেটামসহ ৫ দফা দাবি তুলে ধরেন সাত কলেজের সম্মিলিত সাধারণ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পক্ষে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের সদস্য তানজিমুল আবিদ ও জাফরিন আক্তার।
বাংলা৭১নিউজ/একে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025