বিশ্বের শহরগুলোর বায়ু মানের সূচকে আজ শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার বাতাসের স্কোর ১৮৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ সকাল ১০টায় প্রকাশিত সূচক অনুযায়ী, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি অন্যতম প্রধান দূষণকারী উপাদান। এই উপাদানের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে ২০ গুণেরও বেশি।
বৃহস্পতিবার সকালে সবচেয়ে দূষিত বাতাস ছিল বেচারাম দেউড়ি (২১৪) এবং মিরপুর ৬ এর শিয়ালবাড়ি সরকারি অফিসারস কোয়ার্টার (২০৫) এলাকায়। এই দুটি এলাকা ‘অস্বাস্থ্যকর’ বাতাসের জন্য পরিচিত, যেখানে বাতাসের মান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে উঠতে পারে।
এছাড়া, অন্যান্য দূষিত এলাকা হিসেবে রয়েছে মাদানি সরণির বেজ এজওয়াটার (১৯৫), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৮৯), মহাখালীর আইসিডিডিআরবি (১৮৪), মিরপুরের ইস্টার্ন হাউজিং (১৮১), তেজগাঁওয়ের শান্তা ফোরাম (১৭৭), গুলশান লেক পার্ক (১৭০), এবং পীরেরবাগ রেললাইন এলাকা (১৬১)। এই সব এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় ঢাকা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে, যেখানে নেপালের কাঠমান্ডু দ্বিতীয় এবং সেনেগালের ডাকার ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছে। এসব শহরের বাতাসের মানও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
বায়ু মানের সূচক অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ পর্যন্ত থাকলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে তা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ এর উপরে গেলে তা দুর্যোগপূর্ণ হিসেবে গণ্য করা হয়।
বাংলা৭১নিউজ/এসএকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025