জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে ওই সিদ্ধান্তকে সংবিধানবিরোধী ও আইনি ক্ষমতার বাইরে বলে অভিহিত করে তা অবৈধ ঘোষণা করার জন্য আদালতের কাছে রুল জারির আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট অধ্যাদেশের কার্যকারিতা স্থগিত রাখারও আবেদন করা হয়েছে।
রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী জুয়েল আজাদ। রোববার (১৮ মে) এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি। রিট আবেদনে আইন সচিব ও অর্থ সচিবকে বিবাদী করা হয়েছে।
জানা গেছে, রিটের শুনানি হতে পারে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে।
আইনজীবী জুয়েল আজাদ বলেন, এনবিআর বিলুপ্ত করে নতুন বিভাগ গঠনের মতো একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়নি। তিনি বলেন, এনবিআর ছিল একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যার মধ্যে প্রয়োজনীয় সংস্কার করা যেত। একে বিলুপ্ত না করে কাঠামোগত উন্নয়নের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি সম্ভব ছিল।
প্রসঙ্গত, সম্প্রতি সরকার ‘জাতীয় রাজস্ব বোর্ড’ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব প্রশাসন বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের সিদ্ধান্ত নেয় এবং তা অধ্যাদেশ আকারে জারি করে। এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই প্রশাসন, অর্থনীতি ও রাজস্ব সংশ্লিষ্ট মহলে এটি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
রিট আবেদনের মাধ্যমে প্রশ্ন তোলা হয়েছে—এমন একটি গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পদক্ষেপ সংসদীয় প্রক্রিয়া ছাড়াই কেবল অধ্যাদেশের মাধ্যমে কীভাবে নেওয়া হলো এবং সেটি কতটা সাংবিধানিকভাবে বৈধ। আদালত যদি রুল জারি করেন, তবে বিষয়টি বিচার বিভাগীয় পর্যবেক্ষণের আওতায় আসবে এবং নতুন বিভাগগুলোর ভবিষ্যৎ আইনি ভিত্তি নির্ধারণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025