লা লিগার মঞ্চে শিরোপা উৎসবের সব প্রস্তুতি যখন বার্সেলোনার দিকে ঝুঁকে পড়ছিল, ঠিক তখনই রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় জাকোবো রামোন তুলে আনলেন নাটকীয় এক মোড়। যোগ করা সময়ের ৯৫তম মিনিটে তার করা গোলে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে বার্সার শিরোপা ঘরে তোলার অপেক্ষা আরও অন্তত একদিন বাড়িয়ে দিল রিয়াল।
রবিবার ক্লাসিকোতে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। মঙ্গলবার রাতে যদি রিয়াল পয়েন্ট হারাত, তাহলে মাঠে না নামেই চ্যাম্পিয়ন হয়ে যেত বার্সা। কিন্তু রামোনের নির্ভরতায় হান্সি ফ্লিকের দলকে এখন বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে ম্যাচে অন্তত এক পয়েন্ট পেতেই হবে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুটা ছিল রিয়ালের দুঃস্বপ্নের মতো। ৪০তম মিনিটে দুর্দান্ত এক নিচু শটে অতিথি দল মায়োর্কাকে এগিয়ে দেন মার্টিন ভালজিয়েন্ট। এরপর একের পর এক আক্রমণ করলেও রিয়াল গোলের মুখ খুলতে পারছিল না।
দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পে রিয়ালকে সমতায় ফেরান নিখুঁত এক শটে। এরপরও গোলের সুযোগ নষ্ট করতে থাকে স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে বাজিমাত করেন জাকোবো রামোন। প্রতিপক্ষের বক্সে ডিফেন্ডারদের অগোছালো আচরণের সুযোগ নিয়ে কাছ থেকে ভলিতে বল জালে পাঠিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন তিনি।
রিয়ালের এই জয়ের পরও লিগ শিরোপা বার্সেলোনার নাগালের মধ্যেই। তারা ৩৪ ম্যাচ শেষে ৮১ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর রিয়ালের পয়েন্ট ৭৭—তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। তাই পরের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার।
বাংলা৭১নিউজ/এসএবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025