সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারার বৈঠক হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এই বৈঠকে সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। যেটির মাধ্যমে ২০২০ সালে চারটি আরব দেশ দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।
আজ বুধবার (১৪ মে) সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিততে ট্রাম্প এবং সারার মধ্যে বৈঠক হয়। যা দীর্ঘ ৩৩ মিনিট স্থায়ী ছিল। এরআগে গতকাল সবাইকে চমকে দিয়ে সিরিয়ার ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দেন ট্রাম্প।
ট্রাম্প ও সারার বৈঠকের মাধ্যমে দীর্ঘ ২৫ বছর পর সিরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যায়ে বৈঠক হলো। যেটিকে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ইমরান খান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে জানিয়েছেন, ট্রাম্প সারাকে বলেছেন সিরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল যেন ফিরে আসতে না পারে সেজন্য তাদের যেন সহায়তা করা হয়। জবাবে সারা বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং রাসায়নিক অস্ত্র ধ্বংসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একই নীতি অবলম্বন করে সিরিয়া।
এই সময় ট্রাম্প সারাকে আহ্বান জানান, সিরিয়া থেকে যেন ফিলিস্তিনি যোদ্ধাদের তিনি বের করে দেন। এছাড়া সব বিদেশি ‘সন্ত্রাসী’কেও নিজ দেশে ফেরত পাঠানোর আহ্বান জানান তিনি।
এদিকে সৌদি আরবে দুইদিনের সফর শেষে দেশটি ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ সফরে সৌদির সঙ্গে ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি, আরব নেতাদের সঙ্গে আলোচনা ও বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করেন তিনি। তার পরবর্তী গন্তব্য কাতার।
সূত্র: আলজাজিরা
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025