গ্রিসের ক্রিট শহরের দক্ষিণ উপকূলে বুধবার ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।
জিএফজেড’র তথ্যানুসারে, ভূপৃষ্ঠের ৮৩ কিলোমিটার (৫২ মাইল) গভীরতায় এই ভূমিকম্পটি আঘাত হেনেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) একই রকম একটি ঘটনার কথা জানিয়ে বলেছে, গ্রিসের একটি ছোট শহর ফ্রাই থেকে মাত্র ১০ মাইল দক্ষিণে এবং ক্রিটের অ্যাজিওস নিকোলাওসের প্রায় ৭০ মাইল পূর্বে ৬ দশমিক শূন্য মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
স্থানীয় সময় রাত ২টার ঠিক আগে ভূমিকম্পটি আঘাত হানে, যার ফলে পূর্ব ভূমধ্যসাগর জুড়ে কম্পন অনুভূত হয়।
শক্তিশালী মাত্রার ভূমিকম্প সত্ত্বেও, গ্রিসে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে, গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রণালয় সতর্কতামূলক সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি এবং সাময়িকভাবে সমুদ্র উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
মিশরেও শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স জানিয়েছে, মিশরীয় উপকূল থেকে ৪৩১ কিলোমিটার দূরে ৬ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পূর্ব ভূমধ্যসাগর এখনও একটি ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল। গ্রিস ও মিশর কর্তৃপক্ষ আফটারশকের জন্য নজরদারি চালিয়ে যাচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025