গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিতভাবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি কাজ করবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান।
মঙ্গলবার (১৩ মে) বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বনানী ১১ নম্বর সড়কের ব্রিজ থেকে কড়াইল বস্তির দিকে যেতে লেকের পাড়ের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা রাজউকের সম্পত্তি। তারা এখানে একটি ড্রেনেজ নির্মাণ করতে ডিএনসিসিকে অনুরোধ করেছে। ডিএনসিসি খুব দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ নির্মাণ করবে।
ডিএনসিসির প্রধান নির্বাহী জানান, ইতোমধ্যে ইউনিসেফের সহায়তায় ডিএনসিসি তিনটি সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করেছে। এ মাসের মধ্যে এগুলো পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ছাড়া ন্যাচারবেজ এই প্রযুক্তি সঠিকভাবে কাজ করলে ডিএনসিসির বিভিন্ন এলাকায় আরও এরূপ প্ল্যান্ট স্থাপন করা হবে।
তিনি শহরের বাড়িওয়ালার প্রতি অনুরোধ করেন, তারা যেন তাদের বাড়ির পয়ঃবর্জ্য নিষ্কাশন সংযোগ সরাসরি সিটি করপোরেশনের স্টোম ড্রেনেজে যেন না দেয়। যে-সব জায়গা ঢাকা ওয়াসার পয়ঃবর্জ্য নিষ্কাশন নেটওয়ার্ক নেই তারা যেন বাড়িতে পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এ বি এম সামসুল আলমসহ ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025