গাজায় আটক সর্বশেষ জীবিত মার্কিন-ইসরায়েলি নাগরিক এডান আলেক্সান্ডারকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির সম্ভাব্য সমঝোতার অংশ হিসেবে সোমবার এই জিম্মিকে মুক্তি দিল গাজার শাসক গোষ্ঠীটি।
২১ বছর বয়সী আলেক্সান্ডার গত বছরের ৭ অক্টোবর গাজা সীমান্ত থেকে হামাসের হাতে আটক হন। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিটে কর্মরত ছিলেন।
হামাস জানিয়েছে, এই সিদ্ধান্তটি মানবিক সহায়তা প্রবেশে সুবিধা করে দেবে এবং যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগেই এই পদক্ষেপ নিল হামাস।
ট্রাম্প সামাজিক মাধ্যমে এ ঘটনাকে ‘একটি সদিচ্ছার নিদর্শন’ ও ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে উল্লেখ করেছেন।
জানা গেছে, আলেক্সান্ডারের মুক্তির সময় ইসরায়েলকে তার সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখতে বলা হয়।
হামাসের দাবি অনুযায়ী, গাজায় এখনও ৫৯ জন জিম্মি রয়েছেন, যাদের মধ্যে প্রায় ২৪ জন জীবিত থাকতে পারেন। আলেক্সান্ডার ছিলেন শেষ জীবিত মার্কিন নাগরিক।
ইসরায়েল গত ৭০ দিন ধরে গাজায় মানবিক সহায়তা প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে। জাতিসংঘ জানিয়েছে, চলতি বছরে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির ১০,০০০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে, আর খাদ্যের দাম বেড়েছে ১,৪০০ শতাংশ পর্যন্ত।
হামাস-চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি অভিযানে গাজায় ৫২,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সূত্র: আল-জাজিরা, বিবিসি
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025