আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হওয়া জুলাই বিপ্লবে শহিদ অজ্ঞাতনামা ৮টি লাশের পরিচয় উদ্ঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার তথ্য অধিদফতর থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্যবিবরণীতে আরও বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর ৮১টি বেওয়ারিশ লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। এর মধ্যে ৮টি লাশ জুলাই বিপ্লবের শহিদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত লাশগুলোর পরিচয় সনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন।
লাশগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, লাশ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদফতরের ওয়েবসাইটে।
ওয়েবসাইটের ঠিকানা (https://pressinform.gov.bd/site/notices/6e19f3e6-5640-4cd9-9455-bd927271fa19/) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায়।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025