ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে গর্ব প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কাশ্মীর সংকটের ‘হাজার বছরের’ অচলাবস্থার সমাধানে তিনি সহায়তা করতে চান।
ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্যঘোষিত যুদ্ধবিরতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিানান, এই সিদ্ধান্তে পৌঁছানোর ব্যাপারে ওয়াশিংটন সাহায্য করতে পারায় তিনি গর্ববোধ করছেন। শনিবার গভীর রাতে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আমি গর্বিত যে যুক্তরাষ্ট্র এই ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্তে পৌঁছাতে সহায়তা করতে পেরেছে।
ট্রাম্প আরও বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী, দূরদর্শী নেতৃত্ব দেখিয়েছে যে তারা বুঝতে পেরেছে এখনই আগ্রাসন থামানোর সময়।
তিনি জানান, যদিও আলোচনায় বিষয়টি আসেনি, আমি দুই দেশের সঙ্গে ব্যাপকভাবে বাণিজ্য বাড়াবো। এছাড়া আমি দুই পক্ষের সঙ্গেই কাজ করে দেখবো, ‘হাজার বছর পর’ কাশ্মীরের ব্যাপারে কোনো সমাধানে পৌঁছানো যায় কি না।
কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের এমন মন্তব্যে অনেকেই প্রশ্ন তুলেছেন, যুক্তরাষ্ট্র কি এবার সত্যিই মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসবে?
এর আগে, শনিবার ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতজুড়ে আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, সাধারণ বুদ্ধি ও চমৎকার কৌশল প্রয়োগের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়টির প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!
সূত্র: সিএনএন
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025