ব্যবসায়ী, তারকা, সাংবাদিকসহ সকল পেশায় সফল সন্তানদের মা’কে ‘মা পদক ২০২৫’ প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় রাজধানীর নিকুঞ্জতে অবস্থিত হোটেল রিজেন্সীর ‘গ্রান্ড-সামিট হল-১’এ এই পদক প্রদান করা হয়।
এবার মা পদক পেয়েছেন অভিনেত্রী চিত্রলেখা গুহ, অমিত হাসানের মা মালিহা রহমান, মো. শাহেদ শরিফ খানের মা কামরুন্নাহার বেগম, তনিমা হামিদের মা ফাল্গুনী হামিদ, শিক্ষক আকলিমা স্বর্ণার মা রফিকুন্নেসা রশীদ, ফৌজিয়া কামরুন তানিয়া ও তাসনিয়া কামরুন আনিকার মা ফজলুতুননেছা, অঞ্জন সরকারের মা রেণু বালা সরকার, তারেক আনন্দ’র মা তাহমিনা বেগম, অর্ষার মা মাসুদা হক, নাবিলার মা শাহানা চৌধুরী, আলমগীর কবিরের মা নাজমুন্নাহার, টুম্পা ফেরদৌসের মা তাইয়েবুন নেছা, কোনালের মা সায়মা মনির মিনু ও বাবুল হোসাইনের মা সুফিয়া খাতুন।
‘আলী-রূপা ফাউন্ডেশন’র উদ্যোগে ও ‘মাদিহা মার্সিহা অ্যাডভারটাইজিং’এর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অব.) কবি, গীতিকার ও রঙ্গন মিউজিক’র সত্ত্বাধিকারী মো. জামাল হোসেন ও অভিনেত্রী নির্দেশক রুমানা রশীদ ঈশিতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সেক্রেটারি মো. আব্দুল হক।
অনুষ্ঠানে সকল মায়েদের মেডেল পরিয়ে দেওয়া, ক্রেস্ট প্রদান ও গয়না বক্স’ উপহার দেওয়া হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025