শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

সাতক্ষীরার সীমান্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক, সতর্ক বিজিবি

সাতক্ষীরা প্রতিনিধি:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ভারত পাকিস্তানের সংঘাত ও যুদ্ধের ঘটনায় সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত জুড়ে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করেছে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন।  সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি ও সোনাই নদীসহ স্থলভাগের  তলুইগাছা, কুশখালী, ভোমরা, লক্ষীদাঁড়ি, খানজিয়াসহ গুরুত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বিজিবি।

 সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করে সার্বক্ষণিক টহল তৎপরতার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সাথে সীমান্ত পরিস্থিতি মূল্যায়নের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের জোয়ানরা। 

এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের ফলে সাতক্ষীরা সীমান্ত গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  

সাতক্ষীরা সদর দপ্তর ৩৩ ব্যাটালিয়ন বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাদন্নান জানান, ভারত পাকিস্তানের সংঘাতের ঘটনায় সীমান্তে সুরক্ষা ও আধিপত্য বিস্তার জোরদার করা হয়েছে।

এ প্রেক্ষিতে আমাদের সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করছে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৩ বাটালিয়ন বিজিবির জোয়ানরা। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। ঐ সীমান্তে জোরালো গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com