শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন

আরব সাগরে টহল বাড়িয়েছে ভারত

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মির রাজ্যের জম্মু এবং রাজস্থানের পর্যটন শহর জয়সালমিরে পাকিস্তান ড্রোন হামলা চালানোর জবাবে আরব সাগরে টহল বাড়িয়েছে ভারতের নৌবাহিনী। দেশটির নৌবাহিনী সূত্রের বরাত দিয়ে  শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

সূত্র জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার জের ধরে আরব সাগরে নাশকতার পরিকল্পনা করছে পাকিস্তান— এমন গোয়েন্দা তথ্যের পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের নৌবাহিনী।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসাী হামলার জের ধরে গত মঙ্গলবার ভারতের বিমান বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ পাকিস্তানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ভারতের প্রতিরক্ষা বাহিনীর তরফ থেকে সংক্ষিপ্ত এই সেনা অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’।

‘অপারেশন সিঁদুর’-এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের জম্মুর পুঞ্চ এবং রাজৌরি এলাকায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, শুক্রবার জম্মু ও কাশ্মির এবং রাজস্থানের ১৫টি স্থানকে লক্ষ্য করে ড্রোন ছুড়েছে পাকিস্তান।

তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সব ড্রোন ধ্বংস করেছে ভারত।

এদিকে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফের এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল জম্মুতে ড্রোন হামলার পাশাপাশি জম্মু-কাশ্মিরের সাম্বা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল কয়েক শ পাকিস্তানি, সেই চেষ্টা রুখে দেওয়া হয়েছে।

সূত্র : এনডিটিভি অনলাইন

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com