সৌদি প্রো লিগের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে কারিম বেনজেমার দল আল ইতিহাদের কাছে হেরে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। বুধবার (৭ মে) রিয়াদের আল-আউয়াল পার্কে সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থদের এই লড়াই দর্শকদের উপহার দিয়েছে রোমাঞ্চে ভরপুর এক ম্যাচ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আল নাসর। মাত্র তৃতীয় মিনিটেই সাদিও মানের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪তম মিনিটে দর্শনীয় এক ওভারহেড কিকে গোলের চেষ্টা করেন রোনালদো, যদিও তাতে সফল হননি।
তবে ৩৭তম মিনিটে আয়মান ইয়াহিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। প্রথমে গোলটি নিয়ে কিছুটা বিতর্ক দেখা দিলেও ভিএআরের সহায়তায় রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন।
প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয়ার্ধে পুরোপুরি পাল্টে যায় চিত্র। ৪৯তম মিনিটে হেড করে ব্যবধান কমান বেনজেমা। মাত্র দুই মিনিট পরেই করিম বেনজেমার পাস থেকে কন্তে গোল করে ম্যাচে সমতা আনেন। এরপর দু’দলই একাধিক আক্রমণ চালায়, কিন্তু গোলের দেখা মেলেনি।
ম্যাচ যখন ড্রয়ের দিকেই যাচ্ছিল, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আসে নাটকীয় মুহূর্ত। বাঁ প্রান্ত থেকে মুসা ডিয়াবির ক্রস থেকে হুসেম আওয়ারের শট ফিরিয়ে দেন গোলরক্ষক, তবে ফিরতি বলে দারুণ দক্ষতায় আলতো টোকায় বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করেন আলজেরিয়ান মিডফিল্ডার।
এই জয়ে শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করেছে আল ইতিহাদ। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৭১ পয়েন্ট, এবং তারা পৌঁছে গেছে কিংস কাপের ফাইনালেও। অন্যদিকে, ৬০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গেছে রোনালদোর আল নাসর, যা কার্যত তাদের শিরোপা স্বপ্নে বড় ধাক্কা।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025