পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি প্রকাশ্যে আসার পরই রাফাল নির্মাতা ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম কমে গেছে। বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ব্যবহৃত চীনা জেএফ-১৭ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশনের (সিএসি) শেয়ারের দাম বাড়তে শুরু করেছে।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, পাকিস্তানের ব্যবহৃত জে-১০ ও জেএফ-১৭ যুদ্ধবিমানের নির্মাতা হলো চেংডু অ্যারক্রাফ্ট কর্পোরেশন। গতকাল বুধবার শেনজেন স্টক মার্কেটে একদিনেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ১৮ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে, একইদিন প্যারিস স্টক এক্সচেঞ্জে ডাসল্ট অ্যাভিয়েশনের শেয়ারের দাম ৫ দশমিক ৪০ ইউরো বা ১.৬৪ শতাংশ হ্রাস পেয়েছে।
এর আগে, বুধবার গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। ভূপাতিত হওয়া বিমানের মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি মিগ-২৯, একটি এসইউ-৩০ যুদ্ধবিমান এবং একটি ড্রোন।
পাকিস্তানের দাবি, তারা কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর এবং একটি তল্লাশি চৌকিও গুঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ৪৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025