বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জুলাই-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর, এমডি ও এমএস (নন-রেসিডেন্সি) কোর্স পরীক্ষার জন্য আবেদন কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (৭ মে) থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ২৮ মে পর্যন্ত। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিললুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউ এবং এর অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহের অধ্যক্ষ, পরিচালক এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে অবহিত করা হচ্ছে। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নন-রেসিডেন্সি কোর্সের আওতায় এমডি ও এমএস ডিগ্রির প্রথম, দ্বিতীয় ও ফাইনাল পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, ১২ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীরা বিএমইউ’র ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়া এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিলসহ বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া ও পরীক্ষাসমূহ নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্নাতকোত্তর পর্যায়ে গুণগত শিক্ষা ও মূল্যায়নের মান বজায় রাখার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025