পাকিস্তানের লাহোর শহরের আকাশে বৃহস্পতিবার (৮ মে) দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ বিভাগের একজন কর্মকর্তা। পরিচয় গোপন রাখার শর্তে তিনি এই তথ্য দিয়েছেন মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে। পাকিস্তানে ভারতের প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার একদিন পরেই এই ঘটনা ঘটলো।
ভূপাতিত করা ড্রোন দুটি কী ধরনের ছিল বা সেগুলো কোথা থেকে এসেছিল, সে বিষয়ে কিছু জানাননি ওই পাকিস্তানি পুলিশ কর্মকর্তা। তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, আমরা এগুলোর বৈশিষ্ট্য খতিয়ে দেখছি এবং এসব কোথা থেকে এসেছে ও কার মালিকানাধীন, সেটি বের করার চেষ্টা চলছে।
ভারতীয় সীমান্ত থেকে মাত্র ১৩ মাইল দূরে অবস্থিত লাহোর শহরে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের বাস। সূত্রের ভাষ্য অনুযায়ী, ড্রোনগুলো একটি জ্যামিং ব্যবস্থার আওতায় চলে এসেছিল—যার ফলে ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাহত হয়ে পড়ে এবং সেগুলো পড়ে যায়।
এই দাবিগুলোর সত্যতা সিএনএন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
এদিকে, পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, লাহোর বিমানবন্দর স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সিদ্ধান্তের পেছনে কোনো কারণ জানানো হয়নি।
এর আগে, বুধবার (৭ মে) পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর পাল্টা জবাবে পাকিস্তান জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
তবে ভারত মাত্র তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা স্বীকার করেছে।
ভারতের পক্ষ থেকে জানানো হয়, তারা নয়টি ‘সন্ত্রাসী অবকাঠামো’ লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে—যার মধ্যে কয়েকটি গত মাসে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে হামলায় ২৫ পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহতের ঘটনায় জড়িত বলে দাবি করা হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, ভারতের এই হামলা ও সীমান্তে গোলাবর্ষণে অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025