রোমান ক্যাথলিকদের নতুন ধর্মগুরু পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার সকালে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই আয়োজনে সভাপতিত্ব করছেন ৯১ বছর বয়সী কার্ডিনাল ডিন জিওভান্নি বাতিস্তা রে।
নতুন পোপ নির্বাচনের জন্য এর আগেই ভ্যাটিকানে জড়ো হন বিশ্বের ১৩০ জনের বেশি কার্ডিনাল। ভ্যাটিকান সময় গতকাল বিকালে তারা বিখ্যাত রেনেসাঁ ফ্রেস্কোর নিচে ভোট দেওয়ার জন্য সিস্টিন চ্যাপেলে যান।
রোমান ক্যাথলিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটি। কারণ নির্বাচিত নতুন পোপই বিশ্বব্যাপী প্রায় দেড় বিলিয়ন ক্যাথলিক খ্রিস্টানদের পরবর্তী নেতৃত্ব দেবেন। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিসের মৃত্যু হয়। তারই পরিপ্রেক্ষিতে নতুন পোপ বেছে নেওয়ার বিষয়টি সামনে আসে।
২৬৭তম পোপ নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন কার্ডিনালরা, যাকে কনক্লেভ বলা হয়। বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন, কিন্তু মাত্র ১৩৩ জন নতুন পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন। কারণ এই প্রক্রিয়ায় অংশ নিতে তাদের ৮০ বছরের কম বয়সী হতে হবে।
ভ্যাটিকানের স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে কার্ডিনালরা চ্যাপেলে প্রবেশ করার পর নতুন পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাদের বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ থাকবে না।
নতুন পোপ নির্বাচনের এ প্রক্রিয়াটি কতক্ষণ স্থায়ী হবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। সাম্প্রতিক কনক্লেভগুলো মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল, যদিও আগের শতাব্দীগুলোতে মতবিরোধের কারণে মাঝে মাঝে সভাগুলো মাসের পর মাস ধরেও চলতে থাকে
নতুন ধর্মগুরু কে হবেন, সেই প্রশ্নের উত্তর জানতে এখন বিশ্বজুড়ে কোটি কোটি চোখ নিবদ্ধ ভ্যাটিকানের দিকে।
সূত্র : বিবিসি বাংলা
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025