কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে ৩৬ জন রোহিঙ্গাসহ ৮ বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বুধবার (৭ মে) ভোরে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১৪ জন রোহিঙ্গা এবং রৌমারী সীমান্ত দিয়ে ২২ জন রোহিঙ্গাসহ ৮ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ও জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার কেন্দ্রীয় শাপলা চত্বরে ভ্যানগাড়িতে করে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এ সময় ২০ জন রোহিঙ্গাসহ ৭ জন বাংলাদেশিকে আটক করে। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় রৌমারী থানা পুলিশের হাতে আরও ২ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি আটক হয়। এর মধ্যে রোহিঙ্গা পুরুষ ১৪ জন, নারী ৬ জন, শিশু ২ জন এবং ৮ জন বাংলাদেশি পুরুষকে আটক করা হয়।
এছাড়া ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুনহাটের নতুন বাজার নামকস্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে ধরে ফেলেন স্থানীয়রা। এর মধ্যে রয়েছে, ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
রৌমারীতে রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে তথ্য উপাত্ত সংগ্রহ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি স্বীকার করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
বাংলা৭১নিউজ/এআর
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025