কাশ্মীরের পহেলগাঁও হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত গভীর রাতে পাকিস্তানের ছয়টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান।
পরমাণু শক্তিধর দেশ দুটির সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান জামায়াতে ইসলামীর সাবেক আমির সিরাজ-উল-হক।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘যুদ্ধ শুরু করেছে ভারত, কিন্তু এর শেষ করবে পাকিস্তান।’
তিনি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর তাৎক্ষণিক ও দৃঢ় জবাবের প্রশংসা করে বলেন, গোটা জাতি সেনাবাহিনীর পাশে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সবাই ঐক্যবদ্ধ ও সজাগ।
সিরাজ-উল-হক আরও বলেন, পাকিস্তান শান্তি চায়, কিন্তু জাতীয় স্বার্থে কোনো ধরনের আগ্রাসন মেনে নেওয়া হবে না। ভারতের এই উসকানিমূলক পদক্ষেপ তাদের নিজেরই সর্বনাশ ডেকে আনবে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, বাগ, মুরিদকে ও মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে শিশু ও নারীও রয়েছে। পাকিস্তান একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে আখ্যায়িত করে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া জানায়।
পাকিস্তান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, এ হামলার জবাবে পাকিস্তান অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রাফায়েল ও এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমান রয়েছে।
পাশাপাশি পাকিস্তানি সেনারা সীমান্তবর্তী ভারতের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে বলে দাবি করেছে দেশটির নিরাপত্তা সূত্র। নিয়ন্ত্রণরেখার দুদনিয়াল সেক্টরেও ভারতীয় সেনা চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের আচরণকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন।
সূত্র: জিও নিউজ
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025