ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মারামারির প্রতিবাদে ধর্মঘটের তিন দিন পর প্রত্যাহার করেছে বাস শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (৬ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে শ্রমিকদের নিয়ে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টা আলোচনা শেষে দুপুর সোয়া ১টার দিকে বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের জেলার সভাপতি মো. মিজানুর রহমান।
তিনি সাংবাদিকদের জানান, ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান, পুলিশ সুপার মো. শরীফুর হক ও ভোলা নৌবাহিনীর কন্টিজেন্ট কমান্ডসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের কাছে আমাদের দাবিগুলো তুলে ধরেছি। তাদের আশ্বাসে আমরা বাস ধর্মঘট প্রত্যাহার করেছি।
রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে ভোলার বাংলাবাজার এলাকায় সড়কে সাইড দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ওই খবর ভেদুরিয়া, লালমোহন ও কুঞ্জেরহাটে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষের শ্রমিকদের মধ্যে। এ ঘটনার প্রতিবাদে রোববার সন্ধ্যা থেকে ভোলার ৫টি রুটে বাস ধর্মঘট ঘোষণা করে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025