ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার মুগদা বিশ্বরোডে বিক্ষোভ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় মুগদা মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের পক্ষ থেকে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনতা অংশগ্রহণ করেন।নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় বিক্ষোভ থেকে।
সমাবেশে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, গাজায় যা ঘটছে, তা কোনো সাধারণ সংঘাত নয়—এটি একটি পরিকল্পিত গণহত্যা। মুসলমানদের ঈমান, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়বিচারের চেতনা থেকেই আমাদের এই প্রতিবাদ। ফিলিস্তিনের শিশু, নারী, বৃদ্ধ কেউই নিরাপদ নয়—এই বর্বরতা মানবতার বিরুদ্ধে এক চরম হুমকি। আমরা এই নৃশংসতার বিরুদ্ধে সোচ্চার এবং ভবিষ্যতেও প্রতিবাদের কণ্ঠ আরও শক্তিশালী করে তুলবো ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এই ধরনের সমাবেশ শুধু প্রতিবাদ নয়, বরং একটি চেতনা জাগ্রত করার আহ্বান। আমাদের শিক্ষার্থীদেরকে মানবিক, সাহসী ও ন্যায়পথে অটল থাকার শিক্ষা দেওয়াই আজকের মূল উদ্দেশ্য।
বক্তব্যে আহ্বান জানানো হয়, ‘ঈমানের তাগিদে’ এই সমাবেশে সকলে উপস্থিত থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি এতে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025