পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। বিস্ফোরণের এক সপ্তাহ পর সোমবার প্রাণহানির নতুন এই তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
গত ২৮ এপ্রিল বেলুচিস্তান প্রদেশের নোশকি জেলার একটি স্থানে ট্যাঙ্কার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দিন নোশকির একটি মার্কেটের কাছে জ্বালানিবাহী ট্যাঙ্কার উল্টে যায়। পরে সেই ট্যাঙ্কারে আগুর ধরে যায়। এ সময় ট্যাঙ্কার থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহের জন্য লোকজন জড়ো হন। এর এক পর্যায়ে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
এই ঘটনায় ৬০ জনেরও বেশি আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য করাচির বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ হাসান মেনগাল এএফপিকে বলেছেন, ‘‘ট্যাঙ্কার বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে পৌঁছেছে।’’
বেলুচিস্তানের সরকার বলেছে, বিস্ফোরিত ট্যাঙ্কারে ইরান থেকে চারাচালানকৃত তেল পাচার করছিল একটি চক্র। ট্যাঙ্কারটি বিস্ফোরণে চালক-সহ ১৯ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকের শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। উল্টে যাওয়া ট্যাঙ্কারটি মেরামতের সময় আগুন ধরে যায়।
দেশটির কর্মকর্তারা বলেছেন, করাচিতে নিয়ে যাওয়া বেশিরভাগ আহত ব্যক্তির শরীরের ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। নিহতদের ১৬ জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া বাকি তিনজনের মরদেহ এখনও কোয়েটায় রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025