বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রভাবশালী সাবেক সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে সাড়ে তিন কোটি টাকার বেশি অবৈধ সম্পদের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটির অভিযোগে বলা হচ্ছে, ক্লাব ক্রিকেট ধ্বংসের কারিগর হিসাবে কাজ করেন বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের আশীর্বাদপুষ্ট বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
ঢাকা লিগের চারটি বিভাগে ভোট বাণিজ্য ও ক্ষমতা কুক্ষিগত করতে ক্লাব বাণিজ্য গড়ে তোলেন তারা। এছাড়াও দেশের অন্যতম শীর্ষ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা বিপিএলেও বেশ প্রভাব-প্রতিপত্তি ছিল তার।
এসব অভিযোগ আমলে নিয়ে মল্লিকের অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। অনুসন্ধানে তার তিন কোটি ৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ মিলেছে।
সম্প্রতি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের নানা দুর্নীতির তথ্য অনুসন্ধানে গিয়ে নানা অসঙ্গতি খুঁজে পায় দুদক। ইতোমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, বিসিবির সাবেক সভাপতি পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া প্রায় ৩২ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজ পেয়েছে। তাদের দুজনের নামে দুটি মামলা দায়ের করেছে দুদক।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025