রাজধানীর রামপুরার আফতাবনগরে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে আজরাত সাদিয়া (২৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. তানজিম নওশাদ জানান, আমার বোন কিশোরগঞ্জ কলেজে শিক্ষার্থী ছিল। আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে অটোরিকশায় করে মেজো বোনের বাসায় কালাচাঁদপুরে যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে। যাত্রাপথে চাকার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025