তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার দলীয় সমর্থকদের একটি অংশ ও তার কোম্পানির বিপণন কার্যক্রম ইঙ্গিত দিচ্ছে, তিনি ২০২৮ সালেও প্রার্থী হতে পারেন।
রোববার (৪ মে) এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ক্রিস্টেন ওয়েলকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আট বছরের প্রেসিডেন্ট হবো, দুই মেয়াদের প্রেসিডেন্ট হবো। আমি সবসময়ই এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি।
তবে অতীতে ট্রাম্প বেশ কয়েকবার বলেছেন, তিনি তৃতীয় বা চতুর্থ মেয়াদেও প্রেসিডেন্ট থাকতে চান। যদিও পরে বলেছিলেন, এটি ছিল ‘ভুয়া সংবাদমাধ্যমকে’ ব্যঙ্গ করে দেওয়া মন্তব্য। তবু তার কোম্পানি ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি করায় নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।
ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘অনেকেই চাচ্ছে আমি এটি করি।’ যদিও সংবিধান অনুযায়ী এটি সম্ভব নয় বলেও স্বীকার করেন তিনি। তিনি বলেন, আমার জানা মতে, এটা করার অনুমতি নেই... তবে আমি সেটি করার কথা ভাবছি না।
ট্রাম্প আরও জানান, তার উত্তরসূরি হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম বিবেচনায় রয়েছে।
মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারবেন না। এই নিয়ম পরিবর্তন করতে হলে সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সমর্থনের পাশাপাশি ৫০টি রাজ্যের তিন-চতুর্থাংশের অনুমোদন লাগবে।
তবে কিছু ট্রাম্প সমর্থক সংবিধানে ‘ফাঁক’ রয়েছে বলে দাবি করে আসছেন। যদিও তা আদালতে কখনো যাচাই হয়নি।
সূত্র: বিবিসি
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025