ফেনীতে দুই কিশোরের বিরুদ্ধে কবুতর ও মুরগি চুরির অভিযোগ এনে শত শত মানুষের সামনে তাদের মায়েদের প্রকাশ্যে হেনস্তা করে নাকে খত দেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১ মে) রাতে ফেনী সদর উপজেলের পাঁচগাছিয়া ইউনিয়নের খালুর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়।
পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ বলছে, এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্থানীয় জাহাঙ্গীরের বাড়ি থেকে কবুতর ও মুরগি চুরির অভিযোগ উঠে দুই কিশোরের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে ১ মে রাতে শালিসের আয়োজন করেন ভুক্তভোগী জাহাঙ্গীর। সালিশে বিচারকের ভূমিকায় ছিলেন পাঁচগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু।
শালিসে অভিযুক্ত কিশোরদের মারধর করে পুলিশে দেওয়ার পরিকল্পনার কথা শুনে এলাকা থেকে পালিয়ে যান কিশোররা। রাতে শালিসে কিশোরদের না পেয়ে ক্ষুব্ধ হয়ে দুই কিশোরের মায়েদের ডেকে সবার সামনে নানাভাবে হেনস্তা করে নাকে খত দেয়ান বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলু।
১ মিনিট ৫৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় বহু লোকজনের সামনে চেয়ারে বসে বিচার করছেন বিএনপি নেতা দেলু চেয়ারম্যান। হাতে লাঠি নিয়ে দুই কিশোরের মাকে নাকে খত দিতে মাটিতে দাগ দিচ্ছেন দেলু চেয়ারম্যান। ভয়ে বাধ্য হয়ে বোরকা পরা দুই নারী মাটিতে লুটে নাকে খত দিচ্ছেন।
এ বিষয়ে সালিশের বিচারক ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দেলু বলেন, কিশোরদের অপরাধে তাদের মায়েদের শাস্তি দেওয়ায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তবে, পরিবেশ পরিস্থিতির কারণে এমনটি করতে বাধ্য হয়েছেন তিনি।
ফেনীর জজ কোর্টের এজিপি অ্যাডভোকেট রহিমা খাতুন হেলপী বলেন, একজনের অপরাধে অন্যজন শাস্তি পেতে পারেন না। জনসম্মুখে এমন নির্যাতন অপরাধ।
জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তিনি দেখেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025