যশোরের শার্শায় এক কোটি ২০ লাখ টাকার সোনার বারসহ শুভ ঘোষ (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ মে) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার সিংগাইল থানার জনমটোপ গ্রামের শুনিল ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে একজনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি চালিয়ে প্যান্টের পকেট থেকে এক কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার পাওয়া যায়। যার আনুমানিক সিজার মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে ওই ব্যক্তিকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। আর সোনার চালানটি যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025