ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকচাপায় মো. সজিবুল ইসলাম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৪ মে) সকালে উপজেলার তিনলাখ পীর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিবুল ইসলাম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও চট্টগ্রামের সন্দীপ উপজেলায় কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সজিব নামে এক ফায়ার ফাইটার নিহত হয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025