চট্টগ্রামের লোহাগাড়ায় ৩১ হাজার জাল টাকার নোটসহ মোহাম্মদ মোদ্দাচ্ছির (২৫) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। একই ঘটনায় তার বোন খাদিজা বেগম এবং রোহিঙ্গা তরুণী হালিমা আক্তারকে (১৮) গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি বনরেঞ্জের সামনে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে শনিবার (৩ মে) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (৪ এপ্রিল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার মোদ্দাচ্ছির কক্সবাজারের উখিয়া রাজাপালং নলবুনিয়া পাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মোদ্দাচ্ছির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গ্রেফতাররা উদ্ধারকৃত জাল নোটগুলো উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জানান, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে জাল টাকা পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। চুনতি এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ভাড়ায় চালিত প্রাইভেটকারে যাত্রীদের শরীর তল্লাশি করলে ওই তিনজনের কাছে ৫০০ টাকার ৩৬টি এবং ১ হাজার টাকার ১৩টি জাল নোট পাওয়া যায়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, জাল নোটসহ গ্রেফতার তিনজনকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025