যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক আরও একধাপ এগিয়ে গেল। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যৌথ নিরাপত্তা ও সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দেয়ার একটি প্রস্তাব সম্প্রতি অনুমোদন করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।
প্রস্তাবিত এই চুক্তিটি ‘ফরেন মিলিটারি সেলস’ পদ্ধতিতে বাস্তবায়িত হবে, যা ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির আওতায় ভারত-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ। মার্কিন ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এ সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও উপস্থাপন করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে ভারতের সামুদ্রিক সীমান্ত পর্যবেক্ষণ ও প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে। এছাড়াও, দুই দেশের মধ্যে কৌশলগত বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, "এই প্রস্তাবিত বিক্রয় যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির লক্ষ্য পূরণে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন দক্ষিণ এশিয়া এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। ফলে চুক্তিটি শুধু প্রতিরক্ষা নয়, বরং কৌশলগত অবস্থানগত দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্য সূত্র- টাইমস অব ইন্ডিয়া।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025