জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র গঠনে মৌলিক বিষয়গুলোয় একমত হতে এবং ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে সবাইকে একটু ছাড় দিতে হবে। এ জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ১২ দলীয় জোটের বৈঠকে এ আহ্বান জানান তিনি।
আলী রীয়াজ বলেন, আগামী ১৫ মে'র মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ করে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ঐকমত্যের দায়িত্ব কেবল কমিশনের নয়, আপনারাও সহযোগিতার ভিত্তিতে কথা বলুন। আমাদের ভূমিকা অনুঘটকের। এক জায়গায় আসার জন্য আপনারাও সহযোগী রাজনৈতিক শক্তিকে অনুপ্রাণিত করবেন।
এছাড়া, রাজনৈতিক দলগুলোকে অন্যান্য দলের সাথে আলোচনার আহ্বান জানান আলী রীয়াজ।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025