গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পারভীন (৩৫) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হলো।
রোববার (৪ মে) ভোর রাতের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভীন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, গাজীপুরের জয়দেবপুর থেকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ পাঁচজনকে আমাদের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় এইচডিইউতে পারভীন নামে একজন মারা যায়। তার শরীর ৩২ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এ ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে গতকাল শনিবার এক বছরের শিশু আয়ানের (২৮ শতাংশ দগ্ধ) মৃত্যু হয়। তার আগে গত ২৮ এপ্রিল সকালে সিমা আক্তার (৯০ শতাংশ দগ্ধ) ফিমেল এইচডিতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বতর্মানে তানজিলা নামের এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে চিকিৎসাধীন আছে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৫ জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) ও তার মেয়ে তানজিলা (১০)।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025