রাজধানীর খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত অজ্ঞাত পরিচয় (১৫) এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী শাকিল জানান, গতকাল দুপুরে খিলক্ষেত ফ্লাইওভারের নিচে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে ওই কিশোর গুরুতরভাবে আহত হয়। পরে তারা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কিশোরটি মারা যায়। তারা ওই কিশোরের নাম-পরিচয় জানতে পারেননি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। নিহত ওই কিশোরের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025