‘সন্ত্রাসী অপরাধে’ জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। রোববার (৪ মে) পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লন্ডন, সুইন্ডন এবং গ্রেটার ম্যানচেস্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তারা ‘নির্দিষ্ট স্থান লক্ষ্যবস্তু করার সন্দেহভাজন চক্রান্তের’ সঙ্গে জড়িত।
পুলিশ আরও জানিয়েছে, ২৯ থেকে ৪৬ বছর বয়সি এসব ব্যক্তিদের ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের প্রস্তুতি’ সন্দেহে গ্রেফতার করা হয়েছে। তারা এখনও হেফাজতে রয়েছে।
মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাসবিরোধী প্রধান ডমিনিক মারফি বলেছেন, ‘এটি একটি দ্রুতগতির তদন্ত এবং আমরা ক্ষতিগ্রস্ত স্থানে থাকা ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে তাদের আপডেট রাখা যায়। ‘
তিনি বলেন, ‘তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আমরা সম্ভাব্য কোনও উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য তদন্তের বিভিন্ন দিক অনুসন্ধান করছি। এছাড়া এ নিয়ে জনসাধারণের জন্য আরও কোনও ঝুঁকি থাকতে পারে কিনা তা শনাক্ত করার চেষ্টা করছি।
বাংলা৭১নিউজ/এসএস
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025