দীর্ঘ চারমাস ১১ দিন পর চালু হলো চিলমারী-রৌমারী নৌ রুটে ফেরি চলাচল। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।
তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত বছরের ২৩ ডিসেম্বর ফেরি চলাচল বন্ধ হয়। ফলে ফেরি কুঞ্জলতা ও কদম দীর্ঘদিন ধরে রৌমারী ঘাটে পড়েছিল। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শনিবার (৩ মে) থেকে ফেরি পারাপারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। যানবাহন পাওয়া গেলে রৌমারী থেকে চিলমারী ঘাটের উদ্দেশে রওনা দিবে।
নাগেশ্বরীর ট্রাকচালক আমিনুল ইসলাম বলেন, ফেরি বন্ধ থাকায় পাথরবোঝাই ট্রাক নিয়ে যাতায়াত করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ফেরি চালু হলে এ পথ আরো সহজ এবং সাশ্রয় হবে।
বিআইডব্লিউটিএর কুড়িগ্রাম অঞ্চলের উপ-সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, নাব্যতা সংকটের কারণে এতোদিন ফেরি বন্ধ ছিল। প্রায় ২৬ কিলোমিটার নৌ রুটে ড্রেজিং করা হয়। বর্তমানে ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচলের উপযোগী হয়েছে।
বাংলা৭১নিউজ/একে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025