গাজীপুরের জয়দেবপুর মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শিশু আয়ান (দেড় বছর) মারা গেছে। শনিবার (৩ মে) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৭ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসলে ভর্তি করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, গাজীপুর জয়দেবপুর এলাকা থেকে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। আজ সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আয়ানের মৃত্যু হয়েছে। তার শরীরে ২৮ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরও জানান, এর আগে সীমা ও তাসলিমা নামের দুই জনের মৃত্যু হয়। এই নিয়ে তিনজনের মৃত্যু হলো। এখনো দগ্ধ দুইজন রয়েছে, তারা হলেন- পারভীন আক্তার তার শরীরে ৩২ শতাংশ ও তানজিলা বেগম তার শরীরে ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
বাংলা৭১নিউজ/এআরকে
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025