বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন

জামালপুরে নারীকে অপহরণের দায়ে ৪ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

জামালপুরে এক নারীকে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। ২০২২ সালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনি ডাংগা এলাকার মুন্নাফের ছেলে মজনু (৩২), একই উপজেলার রন্ধনীগাছা এলাকার হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ উদ্দিন (৪০), আবুল কাশেমের ছেলে মো. মোমিন (৩৩) ও ভাংগুনি ডাংগা এলাকার ইমান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালে ফেব্রুয়ারি মাসের দিকে জামালপুর সদর উপজেলার রশীদপুর এলাকায় ২০ বছরের এক নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার সময় অপরণের শিকার হন।

এ ঘটনায় অপহরণ হওয়া ওই নারীর বাবা বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com