শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান মারা গেছেন ডিএনএ গঠন আবিষ্কারক নোবেল জয়ী বিজ্ঞানী ওয়াটসন বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট : প্রেস সচিব আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ‘জঘন্য ঘটনায়’ ক্রিকেটাঙ্গনে তোলপাড় উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

বোন বিএনপির মনোনীত প্রার্থী, প্রতিবাদে ভাইয়ের সমর্থকদের বিক্ষোভ ও সংঘর্ষ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

নাটোর-১ আসনে ভাই-বোনের বহুদিনের রাজনৈতিক দ্বন্দ্বের আগুনে বিএনপির প্রার্থী ঘোষণা যেন নতুন করে ঘি ঢেলে দিয়েছে। এ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই ছড়িয়ে পড়েছে উত্তেজনা। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কন্যা ও নাটোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। 

মনোনয়নবঞ্চিত হয়েছেন তারই বড় ভাই, জেলা বিএনপির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন। নাম ঘোষণার পর ভাই-বোনের দীর্ঘদিনের রাজনৈতিক মতভেদ যেন উত্তাপে রূপ নিয়েছে।

নাম ঘোষণার পরপরই পুতুলের সমর্থকদের বিরুদ্ধে ইয়াসির আরশাদ রাজনের এক সমর্থকের ওপর হামলার অভিযোগ ওঠে। অন্যদিকে, দলের প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার প্রতিবাদে নাটোর-পাবনা মহাসড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে রাজনের সমর্থকেরা। 

সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের লালপুর উপজেলার গোধড়া এলাকায় তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় বিক্ষোভকারীরা রাস্তার মাঝখানে তিনটি টায়ারে আগুন দিয়ে ইয়াসির আরশাদ রাজনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া বিক্ষোভের ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচার করতেও দেখা গেছে। পরে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পালিয়ে যায়।

এর আগে সোমবার সন্ধ্যায় ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের বিরুদ্ধে উপজেলার গৌরীপুর বাজারে জিল্লুর রহমান নামের এক ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। আহত জিল্লুর নিজেকে রাজনের সমর্থক হিসেবে দাবি করেন। তার দাবি, রাজনের সমর্থক হওয়ায় মনোনয়ন ঘোষণার পর পুতুলের সমর্থকেরা তার ওপর হামলা করেছেন। এ ঘটনায় সোমবার রাতে আহত জিল্লুর রহমানের ভাই বাদী হয়ে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জিল্লুর রহমান বলেন, গৌরীপুর বাজারে আমার একটি দোকান আছে। সন্ধ্যার সময় আমি দোকানেই ছিলাম। মনোনয়ন ঘোষণার পর ফারজানা শারমিন পুতুলের স্থানীয় কয়েকজন সমর্থক আমার দোকানে এসে আমার ওপর হামলা করে। বিগত ফ্যাসিস্টের সময় আমি বিভিন্ন হামলা-মামলার শিকার হয়ছি। আমি রাজন ভাইয়ের সঙ্গে রাজনীতি করি। তার সঙ্গে রাজনীতি করার কারণেই পুতুলের সমর্থকরা আমার ওপর হামলা করেছে। এ ধরনের বিশৃঙ্খলা বন্ধে তিনি কেন্দ্রীয় নেত্রীদের হস্তক্ষেপ কামনা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফারজানা শারমিন পুতুলের একজন কর্মী ইয়াসির আরশাদ রাজনের একজন কর্মীকে মারধর করেছে। পরবর্তীতে তারা একটি অভিযোগ দিয়েছে। বিষটি তদন্ত করা হচ্ছে। এছাড়া নাটোর-পাবনা মহাসড়কে কয়েকজন টায়ারে আগুন জ্বালায়। পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com