বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মাধুরীর শো দেখতে গিয়ে বিরক্ত দর্শক, টাকা ফেরতের দাবি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

যেই মাধুরী দীক্ষিতকে দেখতে ভক্ত-অনুরাগী তথা দর্শক মুখিয়ে থাকেন, এবার তার ওপরেই বিরক্ত তারা। শুধু বিরক্তই নয়, বরং টিকিটের টাকা পর্যন্ত ফেরতের দাবি উঠেছে। সম্প্রতি কানাডায় শো করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শোয়ের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভে ফুঁসছেন। অভিযোগ, তিন ঘণ্টা দর্শককে বসিয়ে রেখেছেন মাধুরী। বেশ মোটা টাকা দিয়ে টিকিট কেটেও কেন এতক্ষণ অপেক্ষা করতে হবে, প্রশ্ন তুলেছেন ক্ষুব্ধ দর্শক। 

কাঠগড়ায় মাধুরীর কানাডা কনসার্টের উদ্যোক্তারাও।

গোটা অনুষ্ঠানেই চরম বিশৃঙ্খলার অভিযোগ তোলা হয়েছে। কেউ লিখেছেন, টাকা নষ্ট, সময় নষ্ট। কেউবা বললেন, কনসার্টের বিজ্ঞাপনে তো কোথাও লেখা ছিল না যে ২ সেকেন্ড করে এক একটা করে গানে মাধুরী নাচবেন আর মাঝেমধ্যে গল্প করবেন, এটা কী রকম শো! কেউ কেউ আবার আরও বিরক্তি প্রকাশ করে লেখেন, অত্যন্ত খারাপ শো, টিকিটের টাকা ফেরানো হোক। 

এমন নানা কটূক্তি এখন সমাজমাধ্যমে ঘুরছে। যদিও এই প্রসঙ্গে মাধুরীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com