পহেলগাঁও হামলার পর ভারতের আগ্রাসী অবস্থানের জবাবে আলোচনা করতে আগামী ৫ মে পাকিস্তানের জাতীয় পরিষদে অধিবেশন আহ্বান করা হয়েছে। শুক্রবার এআরওয়াই নিউজের খবরে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পহেলাঁও হামলার জন্য প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করেছে ভারত, যা ইসলামাবাদ যথাযথ তথ্যপ্রমাণের মাধ্যমে অস্বীকার করেছে।
এ বিষয়ে পার্লামেন্ট ভবনে প্রতিরক্ষা মন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের পরামর্শমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা গেছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, ৫ মে জাতীয় পরিষদের অধিবেশনে ভারতের সাম্প্রতিক আগ্রাসী মনোভাব ও শত্রুতামূলক আচরণ নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে।
সূত্র আরও জানায়, অধিবেশনে ভারতের আগ্রাসনের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের কথাও রয়েছে। একইসঙ্গে ভারতের কথিত ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’ নিয়েও আলোচনা হবে।
এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ বলেন, পহেলগাঁও হামলা নিয়ে নিরপেক্ষ তদন্তে পাকিস্তান প্রস্তুত।
এআরওয়াই নিউজের সকালে প্রচারিত ‘বাখবর সাভেরা’ টকশোতে তিনি বলেন, ‘ভারত তার অপকৌশল বাস্তবায়নের পথে রয়েছে এবং পাকিস্তানের অস্তিত্ব স্বীকার করতে চায় না।’
রানা সানাউল্লাহ সতর্ক করে বলেন, ‘ভারতের এই আচরণ পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমরা নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। যৌথ তদন্ত হোক বা তৃতীয় কোনো বিশেষজ্ঞ দলের নেতৃত্বে তদন্ত হোক—পাকিস্তান তাতেও রাজি।’
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025