বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

প্রেম না করে সরাসরি বিয়ে করব: দুরেফিশান

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও পরিচিতি পেয়েছেন পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সহঅভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে তার প্রেম ও বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুরেফিশান।

এর মাঝেই এ অভিনেত্রীর পুরোনো একটি সাক্ষাৎকারে ভাইরাল হয়েছে। যেখানে দুরেফিশান জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না, বরং সরাসরি বিয়ে করবেন। 

প্রেমিকের বিষয়ে ভাবনা কী, এমন প্রশ্নে দুরেফিশান বলেন, আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াব না। প্রেম না করে সরাসরি বিয়ে করব।

‘ইশক মুরশিদ’–এ দুরেফিশানের বিপরীতে অভিনয় করেছেন বিলাল আব্বাস। পর্দায় দুজনের রসায়ন দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এর মাঝেই সমাজমাধ্যমে তাদের গোপনে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে। 

এ বিষয়ে দুরেফিশান বলেন, বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন। আমরা বিয়ে করিনি।

উল্লেখ্য, ২০২০ সালে উর্দু সিরিয়াল ‘দিলরুবা’ দিয়ে ছোট পর্দায় অভিষেক ঘটে দুরেফিশানের। পাঁচ বছরের ক্যারিয়ারে ‘আয়সে আপকি মর্জি’, ‘খাইয়ে’সহ বেশ কয়েকটি আলোচিত সিরিয়ালে অভিনয় করেছেন। এ ছাড়া বেশ কয়েকটি টেলিফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। এআরআই পিপলস চয়েজ অ্যাওয়ার্ড, হুম অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার রয়েছে তার ঝুলিতে।

বাংলা৭১নিউজ/জেসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com