বছর ব্যবধানে চারদিনের সফরে শনিবার (৩ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি পল থোপিল।
এদিন, ঢাকার কানাডিয়ান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হাইকমিশন জানায়, কানাডার ইন্দো-প্যাসিফিক বাণিজ্য প্রতিনিধি চার দিনের সফরে শনিবার সন্ধ্যায় একটি ব্যবসায়িক প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশে আসছেন। থোপিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ সদস্য, অন্যান্য অংশীদার এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সফরকালে তিনি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে কানাডার প্রতি অঙ্গীকারের ওপর জোর দেবেন, কারণ এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এ অঞ্চলে কানাডার সম্পৃক্ততা, বিশেষ করে তার ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যম তুলে ধরবেন এবং কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উপায়গুলো চিহ্নিত করবেন।
কানাডা বাংলাদেশে গম, ডাল, শস্য এবং যন্ত্রপাতির একটি প্রধান রপ্তানিকারক দেশ এবং বাংলাদেশি তৈরি বস্ত্র ও পোশাকের একটি উল্লেখযোগ্য ক্রেতা। উভয় দেশ গভীর অর্থনৈতিক সহযোগিতার সুযোগ অন্বেষণ করে চলেছে, বিশেষ করে তথ্য প্রযুক্তি, মহাকাশ, কৃষি এবং ক্লিন এনার্জির মতো খাতে।
উল্লেখ্য, গত বছরের (২০২৪) মে মাসে বাংলাদেশ সফর করেছিলেন থোপিল।
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025