শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান মারা গেছেন ডিএনএ গঠন আবিষ্কারক নোবেল জয়ী বিজ্ঞানী ওয়াটসন বিনিয়োগ আনতে চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা প্রয়োজন শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা : গণশিক্ষা উপদেষ্টা সারা দেশে নির্বাচনের জোয়ার বইছে, ফেব্রুয়ারিতেই ভোট : প্রেস সচিব আমি নির্বাচন নিয়ে কথা বলতে আসিনি: আসিফ নজরুল বাংলাদেশের সঙ্গে বিবাদ চায় না ভারত: রাজনাথ সিং দুদিনের সফরে পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি ‘জঘন্য ঘটনায়’ ক্রিকেটাঙ্গনে তোলপাড় উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

সরকারের মধ্যে সব সময় একটা ‘শেকি’ ব্যাপার দেখা যায় : সারোয়ার তুষার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, সরকারের মধ্যে সব সময় একটা শেকি ব্যাপার দেখা যায়। শুরু থেকেই প্রধান উপদেষ্টাকে যারা বেষ্টিত রেখেছিলেন, তারা কতগুলো ভুল আইডিয়া ওনাকে পুশ করেছেন। সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তুষার এসব কথা বলেন। 

সারোয়ার তুষার বলেন, প্রথমে উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা। যার মানে উনি বুঝিয়েছেন বৃহত্তর জনগণ। ছাত্ররা মানে অনেকে লিটারালি কয়েকটা নাম বোঝে। উনি কিন্তু ওই আইডিয়া থেকে কথা বলেননি। উনি বুঝিয়েছেন যে ছাত্রসমাজ, গণ-অভ্যুত্থান যারা করেছে, সেই সাথে বৃহত্তর জনগোষ্ঠী—এরা আমার নিয়োগকর্তা।

তুষার বলেন, পরবর্তী সময়ে উনি (প্রধান উপদেষ্টা) বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা ছাড়া আমি কিছু করব না। ঐকমত্য হলে এতটুকু না হলে এতটুকু। স্বল্প প্যাকেজ চাইলে এটা, দীর্ঘ প্যাকেজ চাইলে এটা। উনি এ ধরনের কথাবার্তাগুলো বলেছেন।

তখন বোঝা গেল উনি অবশ্যই সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি। বাংলাদেশের গণ-অভ্যুত্থানের পরে তিনি ছিলেন আনপ্যারালাল। তাকেই বসতে হতো এখানে এবং তাকে আমরা পেয়েছি, এ জন্য অবশ্যই আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু পুরো প্রক্রিয়াটার ব্যাপারে যতটুকু তার ফোকাস থাকা দরকার ছিল তিনি ততটুকু ফোকাসড না। 

তুষার আরো বলেন, জনপ্রশাসনের ব্যাপারে তিনি (প্রধান উপদেষ্টা) সর্বশেষ কয়েক দিন আগে বললেন যে আমি নিজের হাতে রদবদলগুলো করব ইলেকশনে। তো এত দিন কী করলেন? এত দিন কী হলো? জনপ্রশাসনে ভুতূড়ে সব কাণ্ড হয়ে গেছে— পদোন্নতি, পদ, বদলি এসব নিয়ে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com